October 31, 2025 10:03 PM

printer

আদালতের নজরদারিতে এস আই আর প্রক্রিয়া চালানোর আবেদন করে, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

আদালতের নজরদারিতে এস আই আর প্রক্রিয়া চালানোর আবেদন করে, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর দাবি,  এস আই আর-এর কি প্রয়োজন –  বিস্তারিতভাবে তা  আদালতের কাছে জানানো হোক।

 নির্বাচন কমিশন এই তথ্য দেওয়ার পাশাপাশি ২০০২-এর ভোটার তালিকা যাতে সম্পূর্ণভাবে প্রকাশ করে, সেই আবেদনও জানানো হয়েছে। এস আই আর-এর সময়সীমা ৩১-শে জানুয়ারী পর্যন্ত বাড়ানো ছাড়াও আদালতের তত্বাবধানে গোটা প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ,  মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে।