মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 16, 2025 5:09 PM

printer

আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে কাঠামো পুজো হলো।

আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে কাঠামো পুজো হলো। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে এদিন  সকালে বেলুড় মঠের মূল মন্দিরে দেবীর কাঠামো পূজা হলো| বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর এটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এককথায় আজ থেকেই বেলুড় মঠে দুর্গাপুজোর  প্রস্তুতি শুরু হয়ে গেল।