মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 18, 2025 7:20 PM

printer

আজ শিলিগুড়ির ব্যাঙডুবি মিলিটারি স্টেশনে অনুষ্ঠিত হয় SPARSH আউটরীচ প্রোগ্রাম।

আজ শিলিগুড়ির ব্যাঙডুবি মিলিটারি স্টেশনে অনুষ্ঠিত হয় SPARSH আউটরীচ প্রোগ্রাম। ‘কন্ট্রোলার অফ ডিফেন্স একাউন্ট’ দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের পেনশন সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। প্রায় ২০০০-এরও বেশি অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এদিনের অনুষ্ঠানে যোগ দেন। শ্রী চৌহান, অনুষ্ঠানে উপস্থিত লাভ্যার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি বলেন, ভারতীয় সেনা সবসময় অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পাশে থাকে, এবং সরকার ও সেনা তাঁদের যেকোনো সমস্যা গুরুত্ব সহকারে সমাধান করে থাকে।
কন্ট্রোলার অফ ডিফেন্স একাউন্ট হিমাংশু শঙ্কর জানান, আজকের এই আউটরীচ প্রোগ্রামে প্রায় আটশো-র বেশি সেনাকর্মী ও তাঁদের পরিবার লাভবান হয়েছেন। বিভিন্ন কারণে এখনো পর্যন্ত যে সমস্ত পেনশন সংক্রান্ত জটিলতার সমাধান হয়নি, SPARSH আউটরীচ প্রোগ্রামের মাধ্যমে সেগুলোর সমাধান করা হবে।