মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 5, 2024 12:22 PM

printer

আজ শিক্ষক দিবস। রাষ্ট্রপতিদ্রৌপদী মুর্মু আজ নতুনদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে ৮২ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করবেন।

আজ শিক্ষক দিবস। শিক্ষাবিদ, দার্শনিক, রাজনীতিক তথা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণানের জন্মদিনটি প্রতিবছর দেশজুড়ে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। এই উপলক্ষ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।    

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুনদিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে ৮২ জন শিক্ষককে জাতীয় পুরস্কার প্রদান করবেন। আকাশবাণী দিল্লি এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পুরস্কারের উদ্দেশ্য হল, স্কুল শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জীবনকে সমৃদ্ধ করতে যেসব শিক্ষক অনন্য অবদান রেখেছেন, তাঁদের সম্মাননা জ্ঞাপন করা। 

২৮টি রাজ্য, তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৬টি সংস্থা থেকে ৫০ জন শিক্ষককে জাতীয় পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে। এছাড়া উচ্চশিক্ষা দফতর এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রকের ১৬ জন করে মোট ৩২জন শিক্ষককেও এদিন পুরস্কৃত করা হবে।