নদীয়ার প্রাচীন শহর নবদ্বীপে আজ রাস উৎসব। বিভিন্ন মঠ মন্দিরের পাশাপাশি বারোয়ারি পূজো মণ্ডপ গুলিতে রাসপুজো অনুষ্ঠিত হচ্ছে। রাসের প্রধান আকর্ষণ বিরাট আকারের প্রতিমা নির্মাণ করে শাক্ত মতে পূজা পাট। নবদ্বীপের রাসে বিভিন্ন দেবদেবীর পূজোর চল রয়েছে । এখানকার পুজো গুলির মধ্যে বড় শ্যামা, ছোট শ্যামা, গৌরাঙ্গিনি,সব শিবা, মহিষ মর্দিনী উল্লেখযোগ্য।
এদিকে, বারোয়ারি মন্ডপ গুলিতে থিমনির্ভর প্যান্ডেল, এখানকার রাসে সবার নজর কাড়ে। এবারেই প্রথমএ আই এর সহায়তা নিয়ে গণেশ জননীর মূর্তি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যেই দূর দূরান্তের বহু মানুষ এই শহরে রাস দেখতে হাজির হয়েছেন। শহর জুড়ে কঠোর নিরাপত্তা জারি রয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।
অন্যদিকে, শান্তিপুরে বিগ্রহ বাড়িগুলিতে তাদের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণকে স্বর্ণালংকারে সাজিয়ে রাসমঞ্চে তোলা হবে। এখানে তিন দিন ধরে চলে পুজো। বিগ্রহ বাড়ি গুলির মধ্যে অদ্বৈতচার্জের পুত্র মথুরেশ গোস্বামী বংশধরদের বড় গোস্বামী বাড়ি, মদন গোপাল গোস্বামী বাড়ি, আতাবুনিয়া গোস্বামী বাড়ি দীন দয়াল বাড়ি, মঠবাড়ি, পাগলা গোস্বামীবাড়ি, শাহাবাড়ি উল্লেখযোগ্য।