তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি রাজভবনে অস্ত্র মজুত করার অভিযোগের প্রেক্ষিতে আজ রাজভবন চত্বরে চিরুনী তল্লাশি চালানো হবে বলে রাজ্যপালের দপ্তর সূত্রে জানা গেছে।
রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস তাঁর সফর কাটছাঁট করে এইজন্য আজই কলকাতায় ফিরে আসছেন।
তাঁরই নির্দেশে এবং নেতৃত্বে কলকাতা পুলিশ, CRPF, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড যৌথভাবে এই তল্লাশি চালাবে। এছাড়া, বিপর্যয় মোকাবিলা দপ্তর, অসামরিক প্রতিরক্ষা বিভাগ আগুন নেভানোর বিষয়ে একটি মক্ ড্রিল চালাবে। এই কারণে দুপুর আড়াইটের সময় রাজভবন খালি করে দেওয়া হবে। গণ মাধ্যম এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই সময় উপস্থিত থাকবেন।