October 1, 2025 9:20 AM

printer

আজ মহা নবমী।

আজ মহা নবমী। শারদীয়া দুর্গোৎসবের এই অন্তিম লগ্নে সকাল থেকেই মন্ডপে মন্ডপে চলেছে নবমী বিহিত পুজো। কোথাও কোথাও শুরু হয়েছে পুষ্পাঞ্জলিও। পুরান মতে,দেবী দুর্গতিনাশিনি নবমীর দিনে মহিষাসুর বধের জন্য যুদ্ধে ভয়ঙ্কররূপ ধারণ করেন। নবমীতে দেবী দুর্গাকে পুজো করা হয় মহাশক্তি রূপে।৯ দিনের নবরাত্রি উৎসবেরও আজ নবম দিনে দেবী পূজিতা হন মা সিদ্ধিদাত্রি রূপে।