January 14, 2026 10:05 AM

printer

আজ মকর সংক্রান্তি।

আজ মকর সংক্রান্তি। সূর্য্যের রাশিচক্রে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ, গতিপথে দক্ষিণ থেকে উত্তরমুখি যাত্রার সূচনা। এই দিনকে কলি যুগের সূচনা বলে মনে করা হয়। পৌষ মাসের অবসানের পর শীতের শেষে বসন্তের আগমন বার্তা। সূর্য্যের গতিপথের সঙ্গে সাযুজ্য থাকায় আজ দেশের বিভিন্ন অংশে দিনে কৃষি সংক্রান্ত নানা  উৎসব উদযাপিত হয়।  মাঠে  নতুন চাল ওঠায় এই দিনে পিঠে পুলি খাওয়ার রেওয়াজ রয়েছে, আকাশে ঘুড়ি ফানুস ওড়ানো, বাজি ফাটানোর উৎসব দেশের সর্বত্র। দেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসবটি বিভিন্ন নামে পরিচিত। তামিলনাড়ুতে এটি পোঙ্গল, গুজরাটে উত্তরায়ণ, আসামে ভোগালি বিহু এবং পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি নামে পালিত হয়।

এদিকে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা সাগরে বহু পুণ্যার্থীর পূণ্য স্নান চলছে। ধর্মীয়  বিশ্বাসে রাজ্যের বহু মানুষ গঙ্গা সহ বিভিন্ন নদ-নদী, জলাশয়ে পুণ্য স্নান শুরু করে দিয়েছেন।