May 16, 2025 4:24 PM

printer

আজ ভারতীয় শেয়ার বাজারে নিম্ন গতি লক্ষ্য করা গিয়েছে।

আজ ভারতীয় শেয়ার বাজারে নিম্ন গতি লক্ষ্য করা গিয়েছে। দুপুর ১টা পর্যন্ত বম্বে শেয়ার বাজারের শেয়ার সূচক ২৭৪ পয়েন্ট কমে ৮২ হাজার ২৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ন্যাশনাল স্টক এক্সেচেঞ্জের সূচক নিফটি ৬৫ পয়েন্ট কমে ২৪ হাজার ৯৯৭ পয়েন্টে দাঁড়ায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।