মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 11, 2025 9:27 PM

printer

আজ বিশ্ব জনসংখ্যা দিবস

আজ বিশ্ব জনসংখ্যা দিবস। উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া জনসংখ্যার সমস্যা, প্রতিকূলতা ও সুযোগ সুবিধার দিকগুলোতে আলোকপাতের জন্য প্রতি বছর ১১ জুলাই জনসংখ্যা দিবস পালিত হয়। দীর্ঘমেয়াদী ভবিষ্যতের লক্ষ্যে জনসংখ্যা বিষয়ক উদ্বেগ ও তা নিরসনে বিভিন্ন কার্যপদ্ধতি নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতেই এই দিনটি পালন করা হয়। জনসংখ্যা দিবসের এবারের ভাবনার মূল বিষয়, পরিকল্পনা মাফিক অভিভাবকত্ব ও তার ফল স্বরূপ মা ও শিশুর স্বাস্থ্যর দিকে নজর দেওয়া।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা আজ সমাজ মাধ্যমের একটি পোস্টে বলেন, এই দিনটি ভারতের পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা ও জনসংখ্যা বৃদ্ধিতে তৈরি হওয়া সমস্যা গুলো প্রতিরোধ করা নিয়ে প্রতিশ্রুতির জন্য বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে দেশ জুড়ে পরিবার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করছে। দেশ জুড়ে সুস্থ পরিবার গড়ে তোলার লক্ষ্যে আয়ুশমান আরোগ্য মন্দিরের মত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে জনসাধারণকে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।