আজ বিশ্ব কোয়ান্টাম দিবস। এই উপলক্ষে জাতীয় কোয়ান্টাম মিশনের আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের নির্বাচিত অন্যতম স্টার্টআপ কিউএনইউ ল্যাবস বিশ্বের প্রথম এবং অনন্য প্ল্যাটফর্ম কিউ শিল্ডের সূচনা করেছে। জরুরী পরিকাঠামো সুরক্ষিত রাখতে এন্টারপ্রাইজগুলির হাতে এটি ক্ষমতা প্রদান করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কিউ শিল্ড, তথ্য সুরক্ষার ক্ষেত্রে কসমস, নিরাপদ যোগাযোগের জন্য কিউ কানেক্ট এবং সুরক্ষিত সহযোগিতার জন্য কিউভার্স ইত্যাদি পরিষেবা দেবে। কোয়ান্টাম প্রযুক্তিতে বিশ্বব্যাপী ভারতের যাত্রাকে আরও মসৃণ করতে এই মঞ্চ বিশেষ গুরুত্বপূর্ণ।
Site Admin | April 15, 2025 9:45 AM
আজ বিশ্ব কোয়ান্টাম দিবস।