আজ বিশ্ব এইডস দিবস। এইচআউইভই সংক্রমণ রুখতে সচেতনতা প্রচারের লক্ষ্যে নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। ১৯৮৮ সালের পয়লা ডিসেম্বর দিনটি বিশ্ব এইডস দিবস হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এই উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সল্টলেক বৈশাখী শাখার তরফে এক গুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে। এইডস আক্রান্তদের পাশে দাঁড়ানো এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার শপথ নেন সংস্থার কর্মী, চিকিৎসক সহ চকিৎসা করাতে আসা রোগীরা। পাশাপাশি, এই রোগ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে আলাদা কিয়স্ক করে প্রচার চালানো হয়, বিলি করা হয় লিফলেটও। সংস্থার অধিকর্তা ডাক্তার দীপঙ্কর সমাজপতি জানান, এইডস এর ক্ষেত্রে সচেতনতা খুব জরুরি।