আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO) এবং আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ সংস্থা প্রতি বছর ১০ই সেপ্টেম্বর আত্মহত্যা প্রতিরোধ ও সচেতনতা প্রসারের উদ্দেশ্যে এই দিনটি পালন করে থেকে। তাদের এবারের ভাবনা ‘আত্মহত্যার ধারণার পরিবর্তন’।
প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৭ লক্ষেরও বেশি মানুষ আত্মহত্যা করে । জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে।
পুদুচেরিতে আজ জেলা কালেক্টর কুলোথুঙ্গান, স্বাস্থ্য পরিচালক ডাঃ সেভভেল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মসূচির আধিকারিক শ্রী বালান আত্মহত্যা প্রতিরোধে কালেক্টরেট থেকে একটি মিছিলে অংশগ্রহণ করেন। বিভিন্ন নার্সিং কলেজের ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী, আত্মহত্যা প্রতিরোধের প্ল্যাকার্ড বহন করে এই মিছিলে পা মেলায়।