নবরাত্রির সূচনালগ্নে আগামীকাল দেশে জুড়ে পণ্য ও পরিষেবা করের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে। তার আগে আজ বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার কার্যকর হওয়ার মাধ্যমে এক দেশ – এক করের স্বপ্ন বাস্তবায়িত হবে।
একই সঙ্গে আগামীকাল জিএসটি সঞ্চয় উৎসবেরও সূচনা হবে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, মানুষ অনেক কম দামে তাদের পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন। কর কাঠামোর সংস্কারের ফলে দেশের আর্থিক বৃদ্ধি তরান্বিত হবে। এর মাধ্যমে যুব, মধ্যবিত্ত, কৃষক, মহিলা ও ব্যবসায়ী, দোকানী এবং শিল্প উদ্যোক্তারা দারুণভাবে উপকৃত হবেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রত্যেক রাজ্যকে সমানবাবে অংশ নিতে হবে। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার, সঞ্চয় উৎসব এবং নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারত গঠনের পথে দেশবাসী আরও এক ধাপ এগিয়ে গেল।
দেশের নাগরিকরা এতোদিন জটিল কর ব্যবস্হায় সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তাঁর সরকার সমগ্র কর ব্যবস্থাকে সরলীকরণ করেছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে পণ্য ও পরিষেবা কর GST চালু করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের প্রচেষ্টায় বাতিল কর হয় শতাধিক কর। নতুন কর ব্যবস্হায় চারটি ধাপের পরিবর্তে পাঁচ ও ১৮ শতাংশে দুটি ধাপ রাখা হয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিষ, ওষুধ, স্বাস্হ্য বীমা সহ একাধিক ক্ষেত্রে জিএসটি হ্রাস ও মুকুব করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ১১ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন। এবছর সরকার আয়করে ছাড়ের কথা ঘোষণা করায় মধ্যবিত্তরা বিশেষ সুবিধা পেয়েছেন। এদিন প্রধানমন্ত্রী স্হানীয় বা আঞ্চলিক পণ্য ব্যবহারের ওপর জোর দেন।