আজ দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস। ১৯৪৭ সালের আজকের দিনে মধ্যরাতে দেশভাগের যন্ত্রণার মধ্যে দিয়ে স্বাধীনতা এসেছিল। দেশের জন্য যারা নিজের জীবন উতসর্গ করেছেন এবং দেশ ভাগের সময় অকল্পনীয় যন্ত্রণা ভোগ করেছেন তাঁদের স্মৃতিতে আজকের দিনটি পালিত হয়। ছিন্নমূল মানুষদের আত্মত্যাগের স্মরনে ২০২১ সালে সরকার এই দিনটি পালনের সিদ্ধান্ত নেয়।
Site Admin | August 14, 2025 10:11 AM
আজ দেশভাগের বিভীষিকা স্মৃতি দিবস।
