আজ দেশজুড়ে পালিত হচ্ছে পরিসংখ্যান দিবস ২০২৫। পরিসংখ্যান ও অর্থনৈতিক পরিকল্পনার পথিকৃত অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনাবিশের জন্মদিনটিতে প্রতি বছর এই পরিসংখ্যান দিবস উদযাপন করা হয়। এই বছরের মূল ভাবনা হলো,”নমুনা সমীক্ষার ৭৫ বছর”।
আজকের মূল অনুষ্ঠানটি হবে নতুন দিল্লিতে। পরিসংখ্যান ও কর্মসূচী রুপায়ণ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজীৎ সিং,এই অনুষ্ঠানের সূচনা করবেন।জাতীয় নমুনা সমীক্ষার ৭৫ বছরকে স্মরণ করে কয়েন এবং স্ট্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।পরিসংখ্যান বিষয়ক গুরুত্বপূর্ণ কয়েকটি নিবন্ধও প্রকাশিত হবে।