January 24, 2026 12:37 PM

printer

আজ জাতীয় শিশু কন্যা দিবস

আজ জাতীয় শিশু কন্যা দিবস। সমাজ ও পরিবারে কন্যা সন্তানদেরও পুত্র সন্তানের মতো সমান  গুরুত্ব দেওয়া এবং তারা যে পরিবারের ওপরে চাপ নয় বরং বাড়ির সম্পদ – সেই বিষয়ে আলোকপাত করতে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, মেয়েরা কোন বোঝা নয়, বরং সকলের শক্তি ও অনুপ্রেরণার উতস।এই প্রসঙ্গে তিনি রাণী লক্ষিবাই, রাণী ভেলু নাচিয়ার , মুলা গাভারু ও প্রীতিলতা ওয়াদ্দেদারের উদাহরন তুলে ধরেন। নরেন্দ্র মোদী সরকারের সুযোগ্য নেতৃত্বে নারী শক্তিকে জাতীয় অগ্রগতির পুরোভাগে নিয়ে আসা সম্ভবপর হয়েছে, মহিলারা আজ দেশের বিকাশের যাত্রাপথের শরিক বলেও উল্লেখ করেন তিনি।