আজ গোয়ার মুক্তি দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে একবার্তায় তিনি বলেন মুক্তিযোদ্ধাদের নিরলস লড়াইয়ের ফলে গোয়া স্বাধীন হতে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সাহস ও দৃঢ়তার সঙ্গে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছেন তারা। তাদের আত্মত্যাগ গোয়ার আগামী দিনের সমৃদ্ধি ও উন্নয়নকে ত্বরান্বিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোয়ার মুক্তি দিবসে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন বিপ্লবীদের আত্মত্যাগের ফলেই আজকের গোয়া প্রতিষ্ঠা লাভ করেছে। অখণ্ড ভারতের অংশ হতে পেরেছে।