July 10, 2025 12:11 PM

printer

আজ গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্নিমা পালিত হয়ে থাকে।

আজ গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্নিমা পালিত হয়ে থাকে। এই পূণ্য দিনে ভগবান বিষ্ণু ও মহর্ষি বেদব্যাসের পুজো করে থাকেন অনেকে। বেলুড় মঠ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জন্মভিটে কামারপুকুর, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় আজ এই উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ কলকাতার মহানির্বাণ মঠ ও বরানগরের মহামিলন মঠেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।