আজ গণেশ চতুর্থী। ভাদ্র মাসের শুল্কা পক্ষের পূণ্য তিথিতে রাজ্য তথা দেশজুড়ে সিদ্ধিদাতা গণপতির আরাধনা চলছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। কোন কোন জায়গায় ১০ দিনব্যাপী গণেশ পুজো করা হয়ে থাকে। গণেশ পুজো উপলক্ষে মণ্ডপগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গণেশ চতুর্থী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সকলের শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন তাঁরা।
পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে, মহা ধুমধামে পালিত হচ্ছে গণেশ পুজো।
অন্যদিকে, গণেশ প্রতিমা বিসর্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন, আগামীকাল থেকে (28.08.2025) রবিবার (31.08.2025) পর্যন্ত চক্ররেল চলাচল নিয়ন্ত্রণ করবে। তিনটি জোড়া EMU লোকাল কলকাতা স্টেশন থেকে যাতায়েত করবে। একটি EMU লোকালের যাত্রাপথ পরিবর্তন হয়ে হবে শিয়ালদা নর্থ স্টেশন। আরো বেশ কিছু ট্রেনের যাত্রা পথ পরিবর্তন ও সংক্ষিপ্ত করা হয়েছে।