December 25, 2025 5:11 PM

printer

আজ কর্ণাটকের চিত্রদুর্গ জেলার হিরিউরের কাছে জাতীয় সড়ক ৪৮-এ একটি কন্টেনার ট্রাক একটি বিলাসবহুল স্লিপার বাসকে ধাক্কা দিলে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন

আজ কর্ণাটকের চিত্রদুর্গ জেলার হিরিউরের কাছে জাতীয় সড়ক ৪৮-এ একটি কন্টেনার ট্রাক একটি বিলাসবহুল স্লিপার বাসকে ধাক্কা দিলে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। কর্নাটক পুলিশের ইস্ট জোনের ইন্সপেক্টর জেনারেল  রবিকান্তে গৌড়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন যেদুর্ঘটনাস্থলের কাছে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে এবং তিনজন নিখোঁজ রয়েছেন। তিনি জানানবাসটিতে ৩২ জন যাত্রী ছিলেন এবং তাদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেননিহতদের মধ্যে ট্রাকচালকও রয়েছেন এবং বাসের চালক পালিয়ে গেছেন। প্রাথমিক খবরে জানা গেছেট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রাস্তার ডিভাইডারের উল্টোদিকে গিয়ে বাসটিকে ধাক্কা দিলে  বাসটিতে আগুন ধরে যায়। বাসটি বেঙ্গালুরু থেকে গোকর্ণ যাচ্ছিল। নিহতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।