মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 5, 2025 9:49 AM

printer

আজ উল্টো রথ। মাসির বাড়িতে আট দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে

আজ উল্টো রথ। মাসির বাড়িতে আট দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ মন্দিরে।

ওড়িশার পুরীতে জগন্নাথ মন্দিরে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার তিন রথ। বিভিন্ন আচার অনুষ্ঠানের পর গুন্ডিচা মন্দিরের সামনে থেকে দুপুর নাগাদ যাত্রা শুরু হবে।

পুরীর রথের পাশাপাশি ৬২৯বছরের প্রাচীন ঐতিহ্যবাহী হুগলির মাহেশ, গুপ্তী পাড়া, পূর্ব মেদিনীপুরের মহিষা দল, ইসকন কলকাতা, ইসকন মায়াপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে  প্রসিদ্ধ রথ ও  জগন্নাথ বলরাম সুভদ্রা কে নিয়ে ফিরে আসবে মন্দিরে।

কলকাতায়  ইসকন রথ  সকাল দশটায় ব্রিগেড প্যারেড  গ্রাউন্ডে অস্থায়ী মাসির বাড়িতে সকাল দশটায় বহু ভক্তের উপস্থিতিতে পাহান্দি (Pahandi) সম্পন্ন হওয়ার পর দুপুর একটায় উল্টো রথযাত্রার শুরু হবে। আউট রাম  রোড ,জহরলাল নেহেরু রোড ,Dorina ক্রসিং ,পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়ার সরণি, হাঙ্গার ফোর্ড স্ট্রিট হয়ে অ্যালবার্ট রোডে ইসকন মন্দিরে রথ ফিরে আসবে।

নদীয়ার মায়াপুর ইসকনের রথযাত্রা উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে  সবার জন্য উন্মুক্ত। মায়াপুর যেহেতু ইসকনের বিশ্বের প্রধান কেন্দ্র তাই এখানে দেশ-বিদেশের হাজার হাজার মানুষ উৎসবে সামিল হন।

মল্লরাজধানী বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ  ঐতিহ্যবাহী উল্টোরথে প্রায় তিনশো ষাট বছরের প্রাচীন এই রথযাত্রায় মাধবগঞ্জ এগারোপাড়া ষোলআনা ও কৃষ্ণগঞ্জ আটপাড়া ষোলোআনার দুটি রথ শহর পরিক্রমা করবে। মাধবগঞ্জের রথে থাকেন মল্লরাজাদের প্রতিষ্ঠিত রাধামদনগোপাল জিউ। অন্যদিকে কৃষ্ণগঞ্জের রথে থাকেন রাধালাল জিউ। মাধবগঞ্জের রথের প্রতীক ষাঁঢ় ও কৃষ্ণগঞ্জের প্রতীক গরুড়ের লড়াই জমে ওঠে দুপক্ষের সুসজ্জিত শোভাযাত্রায়। আলোকসজ্জার  পৌরাণিক কাহিনী সহ জাঁকজমকপূর্ণ দুই গোষ্ঠীর শোভাযাত্রা দেখতে জেলা ও বাইরে থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। দুই দলের শোভাযাত্রায় রেষারেষি ঠেকাতে ও ভিড় নিয়ন্ত্রনে পুলিশ আজ থেকে বিশেষ বন্দোবস্ত করেছে।

কোচবিহারে গতকাল মদনমোহন ঠাকুরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।