মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 8, 2025 7:46 AM

printer

আজ আন্তর্জাতিক নারী দিবস। এবছরের থিম- ‘সমস্ত নারী ও কন্যার জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন’

আজ আন্তর্জাতিক নারী দিবস। এবছরের থিম- ‘সমস্ত নারী ও কন্যার জন্য সমানাধিকার, সাম্য ও ক্ষমতায়ন’। এর উদ্দেশ্য হল কোনোভাবেই মেয়েরা যাতে তাঁদের সমাধিকার, ক্ষমতা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন, তা সুনিশ্চিত করা।   আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, নারীশক্তিকে সম্মান জানানোর দিন এটি। এর মধ্য দিয়ে দেশ এবং সমাজের প্রতি নারীদের অবদানকে স্বীকৃতি জানানো হয়। পরিবার, সমাজ এবং জাতির ক্ষেত্রে নারীরা মূল স্তম্ভ বলে উল্লেখ করে শ্রীমতী মুর্মূ বলেন, বিভিন্ন সমস্যা সত্ত্বেও মহিলারা নানা ক্ষেত্রে তাদের অবদান রেখে চলেছেন। মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য আরও অনেককিছু করতে হবে। তিনি প্রত্যেক উদ্দেশ্যে এমন এক সমাজ গড়ার আহ্বান জানান, যেখানে প্রতিটি মহিলা সুরক্ষিতবোধ করবেন এবং সমান সুযোগ পাবেন। শ্রীমতী মুর্মূ প্রত্যেক মহিলার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

নারী দিবসে  কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রক নতুন দিল্লির বিজ্ঞান ভবনে একটি জাতীয় স্তরের আলোচনাচক্রের আয়োজন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী গুজরাটের নভসারিতে ‘ লাখপতি দিদি সম্মেলনে’ যোগ দেবেন। ২৫ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীর আড়াই লক্ষ মহিলাকে তিনি  জন্য ৪শো৫০কোটি টাকার অর্থ সাহায্য দেবেন।  শ্রী মোদী গুজরাট সরকারের জি-সফল এবং জি-মৈত্রী প্রকল্পেরও সূচনা করবেন। রাজ্যের ২-টি উচ্চাকাক্ষী জেলা এবং ১৩-টি উচ্চাকাক্ষী ব্লকের অন্তরদ্বয় পরিবারগুলির মহিলাদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীকে জি-সফল কর্মসূচীর আওতায় শিল্পদ্যোগী হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও এই গোষ্ঠীগুলি আর্থিক সহায়তাও পাবে।

অন্যদিকে, জি-মৈত্রী প্রকল্পের আওতায় গুজরাটের গ্রামাঞ্চলে স্টার্টাপ গড়ে তোলার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের নিরলস উদ্যোগের কারণে আজ গুজরাটে প্রায় দেড় লক্ষ মহিলার বার্ষিক আয় ১ লক্ষ টাকার ওপরে। তাঁরা লাক্ষপতি দিদি হিসেবে বিবেচিত হচ্ছেন।

 সম্প্রতি প্রধানমন্ত্রী ‘নমো অ্যাপ’ ওপেন ফোরামে তাঁদের জীবন কাহিনী তুলে ধরার জন্য ভারতের মহিলাদের অনুপ্রাণিত করেন। নারী দিবসের অঙ্গ হিসেবে নির্বাচিত কয়েকজন মহিলার অভিজ্ঞতা আজ তার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরবেন বলেও ঘোষণা করেছেন।   

এই উপলক্ষ্যে #SheBuildsBharat (হ্যাশট্যাগ শি বিল্ডস ভারত)-এর মতো প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে। সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, দিল্লি পুলিশের মহিলা কর্মীদের পাশাপাশি মাই-ভারত স্বেচ্ছাসেবী, অঙ্গনওয়ারি, আশা কর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এতে অংশ নেবেন।  

 আকাশবানী সংবাদ  আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে এক অনন্য পদ্ধতিতে। শুধু সংবাদ পাঠিকারাই   আজ সারাদিন প্রতিটি ইংরেজি ও হিন্দি সংবাদ বুলেটিন পরিবেশন করবেন । এই সময়কালে, ৪৫টি প্রধান বুলেটিন এবং ইংরেজি ও হিন্দিতে সংবাদ ম্যাগাজিনের অনুষ্ঠানগুলি তাঁরাই উপ্সথাপিত করবেন।