মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 30, 2025 11:15 AM

printer

আজ অক্ষয় তৃতীয়া।

আজ অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়ায় আজ পুণ্য দিনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশও ধন সম্পদের দেবী লক্ষীর আরাধনার সঙ্গেই হয় হালখাতার অনুষ্ঠান। পুজোপাট চলে বিভিন্ন মন্দিরে।
দিনটি উপলক্ষ্যে সকাল থেকেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির, কালীঘাট, তারাপীঠ সহ বিভিন্ন মন্দিরে পুজার্চনা চলছে। নদ নদীতে অনেকেই পুণ্য স্নান সারছেন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে গহনা অলংকারের ব্যবসায়ীরা অলংকারের উপর বিশেষ ছাড়দেন। ধনলাভের আশায় এই চড়া দামের মধ্যেই আজ স্বর্ণ বিপনীগুলিতে সাধারণ মানুষ ভীড় জমাবেন বলে মনে করা হচ্ছে।
অক্ষয় তৃতীয়ার পূণ্যদিনে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পালিত হয় চন্দন যাত্রা উৎসব।
উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনের পক্ষ থেকে ২১দিনব্যাপী চন্দন শৃঙ্গার উৎসবের সূচনা হচ্ছে। ২১ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ,ভগবতপাঠ, আরতি ,মঠ পরিক্রমা সহ নানা ধর্মীয় আচার বঅনুষ্ঠান পালিত হবে। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে নবদ্বীপ ধামেও পালিত হচ্ছে চন্দন যাত্রা উৎসব।

বৈশাখ মাসের শুক্লা পক্ষের তৃতীয়ায় আজ পুণ্য দিনে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশও ধন সম্পদের দেবী লক্ষীর আরাধনার সঙ্গেই হয় হালখাতার অনুষ্ঠান। পুজোপাট চলে বিভিন্ন মন্দিরে।

দিনটি উপলক্ষ্যে সকাল থেকেই দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির, কালীঘাট, তারাপীঠ সহ বিভিন্ন মন্দিরে পুজার্চনা চলছে। নদ নদীতে অনেকেই পুণ্য স্নান সারছেন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে গহনা অলংকারের ব্যবসায়ীরা অলংকারের উপর বিশেষ ছাড়দেন। ধনলাভের আশায় এই চড়া দামের মধ্যেই আজ স্বর্ণ বিপনীগুলিতে সাধারণ মানুষ ভীড় জমাবেন বলে মনে করা হচ্ছে।
অক্ষয় তৃতীয়ার পূণ্যদিনে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে পালিত হয় চন্দন যাত্রা উৎসব।
উত্তর কলকাতার বাগবাজার গৌড়ীয় মিশনের পক্ষ থেকে ২১দিনব্যাপী চন্দন শৃঙ্গার উৎসবের সূচনা হচ্ছে। ২১ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ,ভগবতপাঠ, আরতি ,মঠ পরিক্রমা সহ নানা ধর্মীয় আচার বঅনুষ্ঠান পালিত হবে। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে নবদ্বীপ ধামেও পালিত হচ্ছে চন্দন যাত্রা উৎসব।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন