আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে ইডি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এদিন আইনজীবী ধীরজ ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, তাদের তদন্তের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন। পাশাপাশি পুলিশ এ ব্যাপারে সম্পুর্ন নিষ্কিয়।অবিলম্বে আদালত হস্তক্ষেপ করুক এ বিষয়ে। বিচারপতি ঘোষ জানিয়েছেন, ইডি চাইলে মামলা দায়ের করতে পারে। আগামীকাল তিনি শুনানি করবেন মামলার।
অন্যদিকে, আই প্যাকের পক্ষ থেকেও পালটা আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি ও অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, তাদের সমস্ত ফাইলপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে ইডির এই তল্লাশির উপর স্থগিতাদেশ দেওয়া হোক। বিচারপতি জানিয়েছেন, মামলার ফাইল ছাড়া তিনি এই বিষয়ে শুনানি করতে পারবেননা। মামলা দায়ের করা হলে আগামীকাল তিনি এই বিষয়ে শুনানি করবেন।