আগামী ২৫ শে আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সমস্ত ডাক সাময়িক ভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ডাক বিভাগ। চলতি মাসের ২৯ তারিখ থেকে ৮০০ ডলার পর্যন্ত মূল্যের পণ্যের উপর শুল্ক ছাড় প্রত্যাহার করা সংক্রান্ত মার্কিন সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত। যোগাযোগ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো যে কোন মূল্যের পণ্য আন্তর্জাতিক ডাক মাধ্যমে পাঠালে তার ওপর নতুন মার্কিন শুল্ক কাঠামো অনুযায়ী শুল্ক প্রযোজ্য হবে। তবে, ১০০ ডলার পর্যন্ত উপহার সামগ্রী শুল্কমুক্ত থাকবে।
সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে ডাক বিভাগ জানিয়েছে। যেসব যে সব গ্রাহকের জিনিস ডাকযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো সম্ভব হচ্ছে না তারা ডাক খরচ ফেরত চাইতে পারেন। গ্রাহকদের অসুবিধার জন্য ডাক বিভাগ দুঃখ প্রকাশ করেছে।