মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 25, 2025 1:08 PM

printer

আগামী ২৫বছরের শিক্ষার বিকাশ এবং রূপরেখা নির্ধারণে আজ নতুনদিল্লীতে ৫৬ তম আইআইটি কাউন্সিলেরবৈঠক হয়।

আগামী ২৫বছরের শিক্ষার বিকাশ এবং রূপরেখা নির্ধারণে আজ নতুনদিল্লীতে ৫৬ তম আইআইটি কাউন্সিলেরবৈঠক হয়। বৈঠকের পৌরহিত্য করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।তিনি জানিয়েছেন, একবিংশ শতাব্দীর চাহিদার সঙ্গে তাল মিলিয়েIIT গুলিকে কিভাবে আরো বেশি গবেষণামুখী ও অন্তর্ভুক্তিমূলককরা যায়, তা নিয়ে এই বৈঠক। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নতির শিখরে নিয়ে যেতে প্রধানমন্ত্রী যে লক্ষ্য স্থির করে দিয়েছেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আইআইটিগুলি যাতে বিজ্ঞান প্রযুক্তি ও সামাজিক অগ্রগতিরক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে তার ওপর জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী জানান, আইআইটিগুলি উচ্চশিক্ষা ব্যবস্থার উজ্জ্বল রত্ন। সমৃদ্ধ, বিকশিত এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণভূমিকা পালন করবে।