মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 7, 2025 8:34 PM

printer

আগামী ১০’ই ফেব্রুয়ারী থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দুই হাজার ৬৮৩টি কেন্দ্রে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে।

আগামী সোমবার ১০’ই ফেব্রুয়ারী থেকে রাজ্যে শুরু হতে চলা এই বছরের মাধ্যমিক পরীক্ষায় দুই হাজার ৬৮৩টি কেন্দ্রে মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন বসছে। এর মধ্যে ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, প্রশ্ন ফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হবে। টয়লেটেও চলবে আলাদা করে নজরদারি।
এদিকে, এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড না পাওয়া পরীক্ষার্থীদের সমস্যার সমাধানে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ দুপুর ২টো পর্যন্ত পর্ষদের পোর্টালে ১৮১ জন পরীক্ষার্থী নতুন করে নাম নথিভুক্ত করেছেন। ১৩৬টি স্কুল সঠিকভাবে কাজ না করায় এই পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে। আজকের পর স্কুলগুলি আগামীকাল’ও ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড পর্ষদের অফিস থেকে সংগ্রহ করতে পারবে। রবিবারের মধ্যে অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।