আগামী সোমবার ১০’ই ফেব্রুয়ারী থেকে রাজ্যে শুরু হতে চলা এই বছরের মাধ্যমিক পরীক্ষায় ২,৬৮৩টি কেন্দ্রে মোট ৯,৮৪,৭৫৩ জন বসছে। এর মধ্যে ৫,৫৫,৯৫০ জন ছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, প্রশ্ন ফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হবে। টয়লেটেও চলবে আলাদা করে নজরদারি।
Site Admin | February 8, 2025 8:51 AM
আগামী সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এই বছরের মাধ্যমিক পরীক্ষা
