আগামী বুধবার অক্ষয় তৃতীয়ায় পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। এরজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। মন্দিরের উদ্বোধন উপলক্ষে আজ দুপুরে দীঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সাংবাদিকদের কাছে তিনি আশাপ্রকাশ করেন, এই কেন্দ্র নতুন ও পুরোন প্রজন্মের কাছে কৃষ্টি ও সম্প্রীতির মেল বন্ধন হয়ে উঠবে। আগামী দিনে দীঘার পর্যটন শিল্প আরো উন্নত হবে।
মুখ্যন্ত্রীর সঙ্গে গেছেন মন্ত্রীসভার একধিক সদস্য এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এই উপলক্ষে দীঘায় বহু মানুষের সমাগম হয়েছে। অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আজ থেকেই সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রায় ৩ কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে শহরে প্রবেশ করতে হচ্ছে।
Site Admin | April 28, 2025 9:28 PM
আগামী বুধবার অক্ষয় তৃতীয়ায় পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে।
