আগামী নভেম্বর মাস থেকে রাজ্যজুড়ে ২০২৫-২৬ খরিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। এর আগেই জেলা প্রশাসন ও ধান কেনার সঙ্গে যুক্ত সরকারি সংস্থাগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য দফতর। সম্প্রতি জেলা শাসক ও সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও দপ্তরের শীর্ষ কর্তারা। সেখানে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
গত মরশুমে রেকর্ড পরিমাণে মোট ৫৬ লক্ষ ৩৩ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছিল। যার ৯২ শতাংশ চাল সরকারের গুদামে জমা পড়ে। খাদ্যমন্ত্রী বৈঠকে বলেন, জেলা প্রশাসন, সরকারি সংস্থা ও জেলা পর্যায়ের কর্মী-আধিকারিকদের উদ্যোগ ছাড়া এই সাফল্য আসত না।