আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর ইতমধ্যেই জানিয়েছে। তবে এই পর্যায়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আবহবিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পং এ আজও আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে এরপর থেকে আবহাওয়া ক্রমশ শুষ্ক হতে থাকবে।
Site Admin | October 11, 2025 5:06 PM
আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর ইতমধ্যেই জানিয়েছে
 
		