আগামী সোমবার সংসদের বাদল অধিবেশন শুরু হবে। চলবে ২১-শে আগস্ট পর্যন্ত এই অধিবেশনে সরকার ৮-টি নতুন বিল পেশ করবে বলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল, জিও হেরিটেজ সাইটস্ অ্যান্ড জিও রেলিক্স প্রিজার্ভেশন অ্যান্ড মেটেন্যান্স বিল , দ্যা মাইন্স অ্যান্ড মিনারেলস্ ডেভলাপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল, ট্যাক্সেশন লজ্ অ্যামেন্ডমেন্ট বিল প্রভৃতি।
এছাড়াও মনিপুরে রাষ্ট্রপতি শাসন-এর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি প্রস্তাবও এই অধিবেশনে পাশ করা হবে বলে মনে করা হচ্ছে। বাদল অধিবেশন শুরুর আগে
সরকার আগামী সোমবার সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার আগে আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। উভয় কক্ষের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছে সহযোগিতা চাওয়া হবে।