আগামীকাল শ্যামা পূজা ও আলোর উৎসব দীপাবলি। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়ে থাকে কালীপুজো। শক্তির দেবী শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি ও আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেকের বাড়িতেও শ্যামা মায়ের আরাধনার আয়োজন করা হয়েছে। কলকাতার পাশাপাশি জেলা গুলিতেও শ্যামা মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। দীপাবলি উপলক্ষে ইতিমধ্যেই গৃহস্থের ঘরবাড়ি বাহারি আলোয় সেজে উঠেছে। কালী মায়ের মন্দির গুলিকে ও আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির, কালীঘাট মায়ের মন্দির, আদ্যা পীঠ, তারাপীঠ, হাওড়ার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, নৈহাটি র বড় মায়ের মন্দির, উত্তর ২৪ পরগনার হালিশহরে সাধক কবি রামপ্রসাদের ভিটেতে আয়োজন করা হয়েছে কালীপুজোর। ৩০০ বছর আগে হালিশহরে সাধক রবি রামপ্রসাদ তার ভিটে বাড়িতে মা কালীর আরাধনায় মগ্ন থাকতেন। এছাড়া অন্যান্য স্থানে প্রসিদ্ধ কালী মন্দির গুলিতেও মহাসমারোহে শক্তির দেবী মা কালীর পুজোর আয়োজন করা হয়েছে। অনেক গৃহস্থের বাড়িতে এদিন কালীপুজোর রাতে ধন-সম্পদ এর অধিষ্ঠাত্রী দেবী লক্ষীর পুজোর ও আয়োজন করা হয়ে থাকে।অন্যান্য বারের মতো এবারও কলকাতা, বারাসত, মধ্যমগ্রাম ,নৈহাটি, বারুইপুর সহ রাজ্যের বিভিন্ন স্থানে কালী পুজোতে মন্ডপে মন্ডপে নজর কাড়া থিম বৈচিত্র্য চোখে পড়ছে। থিম-বৈচিত্র্যে কোথায় কোথায় ও সাবেকি আনাও তুলে ধরা হয়েছে। কলকাতা, বারাসাত, মধ্যমগ্রাম, নৈহাটি, সহ রাজ্যের একাধিক জায়গায় নামি পুজো গুলোতে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন দর্শনার্থীরা। সর্বত্র ভিড় সামাল দেওয়ার কাজ চালাচ্ছেন পুলিশ কর্মীরা। কালীপূজো উপলক্ষে কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Site Admin | October 19, 2025 11:15 PM
আগামীকাল শ্যামা পূজা ও আলোর উৎসব দীপাবলি।
 
		 
									 
									 
									 
									