আগামীকাল মহিলাদের সিঙ্গলসে ভারতের পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে জাপানের তোমোকা মিয়াজাকির বিরুদ্ধে নামবেন। অন্য ম্যাচে উন্নতি হুডা স্কটল্যান্ড এর কিরস্টি গিলমোর এর বিপক্ষে খেলবেন। পুরুষদের ডাবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি, জাপানের হিরোকি ওকামুরা ও কেনিয়া মিৎসুহাসির মুখোমুখি হবেন। মহিলাদের ডাবলসে রুতপর্ণা পাণ্ডা ও স্বেতাপর্না পাণ্ডা প্রথম রাউন্ডে খেলবেন হংকংয়ের ইয়েং তিং ও ইয়েং পুই লামের বিরুদ্ধে।
Site Admin | July 22, 2025 9:40 PM
আগামীকাল মহিলাদের সিঙ্গলসে ভারতের পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে জাপানের তোমোকা মিয়াজাকির বিরুদ্ধে নামবেন।
