মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 22, 2025 9:40 PM

printer

আগামীকাল মহিলাদের সিঙ্গলসে ভারতের পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে জাপানের তোমোকা মিয়াজাকির বিরুদ্ধে নামবেন।

আগামীকাল মহিলাদের সিঙ্গলসে ভারতের পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে জাপানের তোমোকা মিয়াজাকির বিরুদ্ধে নামবেন। অন্য ম্যাচে উন্নতি হুডা স্কটল্যান্ড এর কিরস্টি গিলমোর এর বিপক্ষে খেলবেন। পুরুষদের ডাবলস জুটি চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ র‍্যাঙ্কিরেড্ডি, জাপানের হিরোকি ওকামুরা ও কেনিয়া মিৎসুহাসির মুখোমুখি হবেন। মহিলাদের ডাবলসে রুতপর্ণা পাণ্ডা ও স্বেতাপর্না পাণ্ডা প্রথম রাউন্ডে খেলবেন হংকংয়ের ইয়েং তিং ও ইয়েং পুই লামের বিরুদ্ধে।