আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ২১ শে আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে সরকার নতুন ৮ টি বিল পেশ করবে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল স্পোর্টস গর্ভনেন্স বিল, জিও হেরিটেজ সাইটস্ অ্যান্ড জিও রেলিক্স প্রিজার্ভেশন অ্যান্ড মেনটেন্যান্স বিল, দ্যা মাইন্স অ্যান্ড মিনারেলস্ ডেভলাপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যামেন্ডমেন্ট বিল, ট্যাক্সেশন লজ্ অ্যামেন্ডমেন্ট বিল প্রভৃতি।
Site Admin | July 20, 2025 8:35 AM
আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ২১ শে আগস্ট পর্যন্ত।
