রাজ্য সরকারের সঙ্গে তিন দফা বৈঠকে কোন সমাধান সূত্র না বেরনোয় আগামীকাল থেকে তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকছে বেসরকারী পরিবহণের সাতটি সংগঠন। কলকাতা, বিধানগর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে বৈঠকে কোন সমাধান সূত্র বেরয়নি বলে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান। এর আগেও সমস্যা সমাধানে দু-দফায় বৈঠক হয়েছিল।
উল্লেখ্য কোভিডের কারণে ২ বছর বন্ধ থাকায় বাণিজ্যিক ক্ষেত্রে গাড়ি চালানোর মেয়াদ ২ বছর বৃদ্ধির দাবি জানানো হয়। একই সঙ্গে পুলিশী জুলুমের বিরোধিতা সহ পাঁচ দফা দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা।