May 21, 2025 11:00 AM

printer

আগামীকাল থেকে তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকছে বেসরকারী পরিবহণের সাতটি সংগঠন

রাজ্য সরকারের সঙ্গে তিন দফা বৈঠকে কোন সমাধান সূত্র না বেরনোয় আগামীকাল থেকে তিনদিনের বাস ধর্মঘটের সিদ্ধান্তে অনড় থাকছে বেসরকারী পরিবহণের সাতটি সংগঠন। কলকাতা, বিধানগর ও হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিকের সঙ্গে বৈঠকে কোন সমাধান সূত্র বেরয়নি বলে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান। এর আগেও সমস্যা সমাধানে দু-দফায় বৈঠক হয়েছিল।

উল্লেখ্য কোভিডের কারণে ২ বছর বন্ধ থাকায় বাণিজ্যিক ক্ষেত্রে গাড়ি চালানোর মেয়াদ ২ বছর বৃদ্ধির দাবি জানানো হয়। একই সঙ্গে পুলিশী জুলুমের বিরোধিতা সহ পাঁচ দফা দাবি জানান সংগঠনের প্রতিনিধিরা।