মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 31, 2025 6:06 PM

printer

আগামিকাল রাজ্য বিধানসভার বিশেষ স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে।

আগামিকাল রাজ্য বিধানসভার বিশেষ স্বল্পকালীন অধিবেশন বসতে চলেছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকার এই  অধিবেশনে একটি নিন্দা প্রস্তাব আনবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী মঙ্গলবার এই সরকারি প্রস্তাবের উপরে আলোচনা শুরু হবে।

আগামিকাল দুপুর ১২টায় শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন দিনের মতো মুলতুবি হয়ে যাবে। এর আগে বসবে সর্বদলীয় এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক।

আগামিকাল থেকে শুরু হওয়া বিধানসভার স্বল্পকালীন বিশেষ অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবারও একই ইস্যুতে আলোচনা চলবে। বুধবার করম পুজোর জন্য অধিবেশন হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আলোচনায় অংশ নিতে পারেন বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এবং অপরাজিতা বিল ফেরৎ পাঠানো নিয়েও এই অধিবেশনে আলোচনার সম্ভাবনা আছে বলে জানা গেছে।