মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 17, 2025 9:11 PM

printer

আকাশ প্রাইম লাদাখে অনেক উঁচুতে দুটি দ্রুতগতির বায়বীয় মানববিহীন লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর  আকাশ অস্ত্রব্যবস্থার অত্যাধুনিক সংস্করণ আকাশ প্রাইম লাদাখে অনেক উঁচুতে দুটি দ্রুতগতির বায়বীয় মানববিহীন লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। ভারতের পক্ষে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। আকাশ প্রাইম ৪,৫০০ মিটারের বেশি উচ্চতায় কাজ করার জন্য তৈরি এবং এতে দেশীয়ভাবে নির্মিত রেডিও ফ্রিকোয়েন্সি সিকার সহ উন্নত ব্যবস্থা রয়েছে। সেনাবাহিনী, বায়ুসেনা, ডিআরডিও, ভারত ডায়নামিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং অন্যান্য শিল্প অংশীদারদের সঙ্গে একযোগে দেশীয় নকশায় আকাশ প্রাইম ওয়েপন সিস্টেম সফলভাবে নির্মাণ করেছে। 

এটি দেশের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির জন্য একটি বড় পদক্ষেপ, যা এখন বিশ্ব প্রতিরক্ষা বাজারে ক্রমবর্ধমান মনোযোগ আকর্ষণ করছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মাইলফলক অর্জনের জন্য ভারতীয় সেনাবাহিনী, ডিআরডিও এবং প্রতিরক্ষা শিল্পক্ষেত্রের প্রশংসা করেছেন।  তিনি এই সাফল্যকে ভারতের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি , বিশেষ করে বেশি উচ্চতায় অভিযানের  প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য উন্নতি হিসেবে বর্ণনা করেছেন।