কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে আজ দ্যা ইমার্জেন্সি ডায়ারিজ -ইয়ার্স দ্যাট ফরগেট এ লিডার নামে একটি বইয়ের উদ্বোধন করেন। এই বইটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি অবস্থায় তার ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়েছে।
সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, এই বইটি মূলত সেই সময়ের তাঁর দিন লিপি । ভারতের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখতে একজন রাজনীতিক হিসাবে, জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলন তাঁর কাছে শিক্ষণীয় ছিল বলে তিনি মন্তব্য করেন ।