আই লিগ টু চ্যাম্পিয়ন হল বাংলার ক্লাব ডায়মন্ডহারবার এফসি। ফলে, চ্যাম্পিয়ন হয়েই আই লিগে যোগ্যতা অর্জন করল ডায়মন্ড হারবার। শনিবার মিজোরামের ক্লাব চানমারি এফসি’কে ১-০ গোলে হারিয়ে খেতাব নিশ্চিত করে ডায়মন্ডহারবার। ৮৫ মিনিটে গোল করেন রবি মাণ্ডি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডায়মন্ড হারবারের মাত্র এক পয়েন্ট দরকার ছিল। তাতে জিতেই চ্যাম্পিয়ন হয় কিবু ভিকুনার দল। বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল নৈহাটি স্টেডিয়ামে শেষ ম্যাচে খেলতে নামবে অপরাজিত ডায়মন্ড হারবার এফসি।
ডায়মন্ড হারবার এফ সি এ পর্যন্ত ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা জিতেছে ১১ টি, ড্র করেছে চারটি ম্যাচ।
Site Admin | April 19, 2025 7:32 PM
আই লিগ টু চ্যাম্পিয়ন হল বাংলার ক্লাব ডায়মন্ডহারবার এফসি।
