আই প্যাকের কর্ণধারের অফিস ও বাড়িতে অভিযান ও তদন্তে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানারজির বাধা দেওয়ার অভিযোগে ED কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে মামলার শুনানিতে আজ এজলাসে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা না শুনেই উঠে যান। এজলাসে চিৎকার চেঁচামেচি চলতে থাকলে বিচারপতি ১৪-ই জানুয়ারী শুনানির পরবর্তী দিন ধার্য করে জানান, আজ আর শুনানি হবে না।
পরে ইডি জরুরী ভিত্তিতে এই মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে মৌখিকভাবে আবেদন জানায়। প্রধান বিচারপতি মেলের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেন।আদালত সূত্রে জানা গেছে, ইডি এসংক্রান্ত মেল করেছে।