January 8, 2026 8:25 AM

printer

আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারের সূচি ঘোষণা  হয়েছে। ১৪ই জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে এই টুর্নামেন্টে দশটি দল টুর্নামেন্টের শেষ চার দল হিসাবে যোগ্যতা অর্জন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ কোয়ালিফায়ারের সূচি ঘোষণা  হয়েছে। ১৪ই জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত নেপালে এই টুর্নামেন্টে দশটি দল টুর্নামেন্টের শেষ চার দল হিসাবে যোগ্যতা অর্জন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচগুলো কাঠমান্ডুর —ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড এবং আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। চলতি মাসের ১৪ তারিখ থেকে মোট ১০টি প্রস্তুতিমূলক ম্যাচের আয়োজন করা হয়েছে। এরপর ১৮ই জানুয়ারি টুর্নামেন্ট শুরু হবেওইদিন সকালের দুটি  ম্যাচে বাংলাদেশনেদারল্যান্ডসের মুখোমুখি হবে এবং জিম্বাবোয়ে খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে। প্রথমদিন আয়োজক নেপাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। গ্রুপ ‘-তে রয়েছে বাংলাদেশআয়ারল্যান্ডনামিবিয়াপাপুয়া নিউ গিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপ বি‘-তে রয়েছে নেপালনেদারল্যান্ডসস্কটল্যান্ডথাইল্যান্ড এবং জিম্বাবোয়ে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।