October 8, 2025 12:20 PM

printer

আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শটগান প্রতিযোগিতা আজ গ্রীসের এথেন্সে শুরু হবে

আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ শটগান প্রতিযোগিতা আজ গ্রীসের এথেন্সে শুরু হবে। এই প্রতিযোগিতায় অংশ নেবেন এশিয়ান ট্র্যাপ চ্যাম্পিয়ন নীরু ধান্দা, অলিম্পিয়ান অনন্তজিত সিং নারুকা, মৈরাজ আহমেদ খান ও রাইজা ধিলো সহ ১২ জনের ভারতীয় খেলোয়াড়ের দল। এথেন্সের মালাস্কা শুটিং রেঞ্জে ৬৮ টি দেশ থেকে ৪০৬ জন অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এই প্রতিযোগিতার বিজয়ীরা দোহায় অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালে অংশ নিতে পারবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।