আইএসএসএফ বিশ্বকাপ শুটিং ২০২৫-এর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে ভারতীয় জুটি ইন্দ্র সিং সুরুচি এবং সৌরভ চৌধুরী সোনা জিতেছেন। পেরুর লিমায় তারা, চিনা জুটি কিয়ানশুন ইয়াও এবং কাই হুকে ১৭-৯ ব্যবধানে পরাজিত করেন।
এর আগে ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে খেলতে নেমে চিনের কিয়াঙ্কে মা ও ইফান ঝাংয়ের কাছে পরাজিত হন ভারতীয় জুটি মনু ভাকর ও রবিন্দর সিং।
বাছাইপর্বে ১১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেষ করা রাইজা ধিলোন আজ মহিলাদের স্কিট বিভাগের ফাইনালে খেলবেন। খেলা শুরু ভারতীয় সময় দুপুর দেড়টায়।
Site Admin | April 17, 2025 8:23 AM
আইএসএসএফ বিশ্বকাপ শুটিং ২০২৫-এর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে ভারতীয় জুটি ইন্দ্র সিং সুরুচি এবং সৌরভ চৌধুরী সোনা জিতেছেন।
