September 24, 2025 9:38 PM

printer

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে।

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতা আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রতিযোগিতার মূল পর্ব শুরু আগামীকাল। পুরুষদের বিভাগে শ্যুটাররা মহিলাদের ৫০ মিটার রাইফেল প্রোণ জুনিয়র এবং পুরুষদের ৫০ মিটার রাইফেল প্রোণ প্রতিযোগিতায় খেলতে নামবেন। ৬৯ জনের ভারতীয় শ্যুটিং দলের নেতৃত্ব দিচ্ছেন প্যারিস অলিম্পিকের পদকজয়ী রেইজা ধিলো এবং এশিয়ান ট্র্যাপ চ্যাম্পিয়ন সাবিরা হরিশ। ভারতে প্রথমবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রইতালিচেক প্রজাতন্ত্রইরানক্রোয়েশিয়াগ্রেট ব্রিটেনসংযুক্ত আরব আমিরশাহীস্লোভাকিয়াকাতারস্পেন এবং নিউজিল্যান্ডের খেলোয়াড়রাসঙ্গে ৪০ জন ক্রীড়াবিদএই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।    

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।