ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির পঞ্চম টেস্টের তৃতীয় দিনে শেষে ভারত আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেটে ৭৫ রান হাতে নিয়ে খেলতে নামবে। যশস্বী জয়সওয়াল ৫১, আকাশ দীপ ৪ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জশ টং একটি করে উইকেট নিয়েছেন।দ্বিতীয় দিনের শেষে ভারত, ইংল্যান্ডের তুলনায় ৫২ রানে এগিয়ে ছিল।
উল্লেখ্য, গতকাল দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির আগেই ভারতের প্রথম ইনিংস ২২৪ রানে শেষ হয়ে যায়। করুন নায়ার ৫৭ রান করেন। ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন পাচঁ উইকেট নেন।
এরপর ইংল্যান্ড প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চা পানের বিরতির পর ২৪৭ রানে অলআউট হয়ে যায়। হ্যারি ব্রুক ৫৩, বেন ডাকেট ৪৩ রান করেন। ভারতের হয়ে মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা চারটি করে উইকেট নেন। এরপর ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ।
প্রথম দিনের মতই দ্বিতীয় দিনেও বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ করে দিতে হয়।