অ্যাক্সিয়ম ৪ মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ বাকি তিনজনের ফিরে আসার যাত্রা আগামী ১৪ জুলাই শুরু হবে। মার্কিন মহাকাশ সংস্থা(NASA)র বাণিজ্যিক মহাকাশচারী প্রকল্পের ব্যবস্থাপক স্টিভ স্টিচ একথা জানিয়েছেন। প্রশান্ত মহাসাগরের ক্যালফোরনিয়া উপকূলে মহাকাশচারীরা অবতরণ করবেন।
উল্লেখ্য, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে(ISS)য়ে ১৪ দিনের অভিযান করছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গেছেন।