December 14, 2025 9:59 PM

printer

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ-এ জঙ্গি হামলায় এক ঘাতক সহ ১২ জনের মৃত্যু হয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচ-এ জঙ্গি হামলায় এক ঘাতক সহ ১২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঘাতককে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক সহ ২৯ জন আহত হয়েছেন। প্রধানমন্ত্রী আন্টনি আলবানেজ ঘটনাটিকে শোচনীয় ও ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন। ইজরায়েলের বিদেশমন্ত্রী গিডিওন সার বলেছেন, গত দু বছর ধরে অস্ট্রেলিয়ায় ইহুদিরা ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছেন। এই ঘটনা তারই একটি অধ্যায়।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ঘটনার তীব্র নিন্দা করে বলেন,দেশে ইহুদিদের ধর্মস্থানগুলিতে নজরদারি আরও বাড়ানো হবে। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ বলেন, তিনি বাকরুদ্ধ। তিনি গোটা বিশ্বজুড়ে ইহুদি বিরোধী সন্ত্রাস বন্ধের ব্যাপারে নেতাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেছেন,তাঁর দেশ নিহত ও আহতদের পরিবারকে আন্তরিক সহানুভূতি জানাচ্ছে।জঙ্গি হামলার নিন্দা করে বিবৃতি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরশুলা ফন ডার লিয়েন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়াবহ এই জঙ্গি হামলার তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানান। তিনি বলেন, এই পরিস্থিতিতে ভারত অস্ট্রেলিয়ার জনগণের সঙ্গে একাত্মতা অনুভব করছে। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদের প্রতি  ভারত জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। যে কোনও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ভারত সমর্থন করে। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও গভীর শোক প্রকাশ করেছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।