অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন আগামীকাল ভোটগ্রহণ। এর আগে আজ শেষ দিনে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পিটার ডাটনের আসনে গিয়ে প্রচার চালান। মতামত সমীক্ষায় অ্যালবানিজের লেবার সরকার আবারও ক্ষমতায় আসতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে। প্রধান দুটি দলই তাদের প্রচারে জীবনযাত্রার মানোন্নয়ন, খরচ বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিচ্ছে। সেই সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হ্রাসের সিদ্ধান্তের ফলে গোটা বিশ্বে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তার প্রভাবও অস্ট্রেলিয়ার নির্বাচনে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
Site Admin | May 2, 2025 1:25 PM
অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন আগামীকাল ভোটগ্রহণ। এর আগে আজ শেষ দিনে প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ, তাঁর প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী পিটার ডাটনের আসনে গিয়ে প্রচার চালান।
